শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পূর্ব প্রান্তে চাঁদপুর সীমানা ঘেষে চরসেনসাস ইউনিয়ন। এ ইউনিয়নের মাঝ দিয়ে চট্রগ্রাম খুলনা মহা সড়কের কারনে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। খুলনা থেকে পন্য বাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস চট্রগ্রাম যাতায়াত করে থাকে চরসেনসাস ইউনিয়ের উপর দিয়ে। ঢাকা থেকে লঞ্চ যোগে নরসিংহপুর ফেরীঘাট চরসেনসাস ইউনিয়নে আশা যায় এবং ঢাকা থেকে সড়ক পথে শরীয়তপুর হয়ে ও চরসেন সাস ইউনিয়ে আসা যায়।