Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগতম চরসেনসাস ইউনিয়ন তথ্য বাতায়নে, ওয়েব সাইডটি ভিজিট করার জন্য ধন্যবাদ, তথ্য হালনাগাদ ও এর মান উন্নয়নে পরামর্শ দিয়ে সহায়তা করার অনুরোধ রইল।


মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম

ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিক্ষাকার্যক্রম এর আওতায় রয়েছে শিশু ও গণশিক্ষা নামক একটি বৃহৎ প্রকল্প। ১৯৯২ সাল থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে: ক. ৪-৫ বছর বয়স্ক শিশুদের জন্য মসজিদভিত্তিক একটি সুসংগঠিত প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির হার বৃদ্ধি করা; খ. মসজিদভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামোতে প্রস্ত্ততিমূলক শিক্ষা প্রদানপূর্বক শিক্ষাঙ্গন-বহির্ভূত ৬-১০ বয়ঃস্তরের শিশুদেরকে প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ে ফিরিয়ে আনার পথ সুগম করা; গ. বিদ্যালয়ত্যাগী বা বিদ্যালয়ে যায় নি এরূপ ১১-১৪ বয়ঃস্তরের কিশোর-কিশোরীদের জন্য মসজিদভিত্তিক উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ; ঘ. মসজিদভিত্তিক এ কর্মসূচির মাধ্যমে চলমান উপ-আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম আরও শক্তিশালীকরণ ও কর্মসূচির সম্প্রসারণপূর্বক ১৫-৩৫ বয়ঃস্তরের নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন করে তোলার ব্যবস্থা গ্রহণ এবং ঙ. নব্য ও স্বল্পশিক্ষা-প্রাপ্তদের জন্য জীবনব্যাপী শিক্ষাগ্রহণ কার্যক্রম অব্যাহত রাখা, যাতে তাদের অর্জিত জ্ঞান কার্যকর থাকে এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়। এ পর্যন্ত এ প্রকল্পের আওতায় প্রায় ৯,৮০,০০০ জনকে অক্ষরজ্ঞান প্রদান করা হয়েছে।

 

চরসেনসাস ইউনিয়নে এই কার্যক্রমের বিবরণ

 

 

 

  

  

  

 

  

  

  

 

  

  

  

 

  

  

  

 

  

  

  

 

  

  

  

      
ক্রঃনামকেন্দ্রমোবাইল নং
০১নাদিয়া সুলতানানতুন বালার বাজার01737862891
০২তাছলিমারাড়ী বাড়ি01729415061
০৩মাঃ সুলাইমাননওশা বালা বাড়ি01734013951
০৪নুরে আলমনরসিংহপুর01790180454
০৫আবুল কালামঅদুদ বালার বাড়ি 

স্বাগতম চরসেনসাস ইউনিয়ন তথ্য বাতায়নে, ওয়েব সাইডটি ভিজিট করার জন্য ধন্যবাদ, তথ্য হালনাগাদ ও এর মান উন্নয়নে পরামর্শ দিয়ে সহায়তা করার অনুরোধ রইল।