ইসলামীক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিক্ষাকার্যক্রম এর আওতায় রয়েছে শিশু ও গণশিক্ষা নামক একটি বৃহৎ প্রকল্প। ১৯৯২ সাল থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে: ক. ৪-৫ বছর বয়স্ক শিশুদের জন্য মসজিদভিত্তিক একটি সুসংগঠিত প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির হার বৃদ্ধি করা; খ. মসজিদভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামোতে প্রস্ত্ততিমূলক শিক্ষা প্রদানপূর্বক শিক্ষাঙ্গন-বহির্ভূত ৬-১০ বয়ঃস্তরের শিশুদেরকে প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ে ফিরিয়ে আনার পথ সুগম করা; গ. বিদ্যালয়ত্যাগী বা বিদ্যালয়ে যায় নি এরূপ ১১-১৪ বয়ঃস্তরের কিশোর-কিশোরীদের জন্য মসজিদভিত্তিক উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ; ঘ. মসজিদভিত্তিক এ কর্মসূচির মাধ্যমে চলমান উপ-আনুষ্ঠানিক শিক্ষাকার্যক্রম আরও শক্তিশালীকরণ ও কর্মসূচির সম্প্রসারণপূর্বক ১৫-৩৫ বয়ঃস্তরের নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন করে তোলার ব্যবস্থা গ্রহণ এবং ঙ. নব্য ও স্বল্পশিক্ষা-প্রাপ্তদের জন্য জীবনব্যাপী শিক্ষাগ্রহণ কার্যক্রম অব্যাহত রাখা, যাতে তাদের অর্জিত জ্ঞান কার্যকর থাকে এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়। এ পর্যন্ত এ প্রকল্পের আওতায় প্রায় ৯,৮০,০০০ জনকে অক্ষরজ্ঞান প্রদান করা হয়েছে।
চরসেনসাস ইউনিয়নে এই কার্যক্রমের বিবরণ
ক্রঃ | নাম | কেন্দ্র | মোবাইল নং |
০১ | নাদিয়া সুলতানা | নতুন বালার বাজার | 01737862891 |
০২ | তাছলিমা | রাড়ী বাড়ি | 01729415061 |
০৩ | মাঃ সুলাইমান | নওশা বালা বাড়ি | 01734013951 |
০৪ | নুরে আলম | নরসিংহপুর | 01790180454 |
০৫ | আবুল কালাম | অদুদ বালার বাড়ি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস